ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই হাজার টন বর্জ্য অপসারণ

প্রকাশিত: ০৯:২৯, ২৮ আগস্ট ২০১৯

দুই হাজার টন বর্জ্য অপসারণ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ আগস্ট ॥ পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ার লক্ষ্যে বুড়িগঙ্গার তীরে জমে থাকা প্রায় ২ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে কালিগঞ্জ গুদারাঘাট থেকে বাবুবাজার ব্রিজের নিচ পর্যন্ত নদীর তীরে জমে থাকা এসব বর্জ্য অপসারণ করা হয়। গত ১৭ আগস্ট শুরু হওয়া বর্জ্য অপসারণের এ বিশেষ অভিযান মঙ্গলবার শেষ হয়। ৪০ শ্রমিক টানা ১০ দিন বর্জ্য অপসারণে কাজ করে। স্থানীয়রা জানান, বুড়িগঙ্গার তীরের এই অংশে কয়েকদিন আগেও ময়লা আবর্জনার স্তূপ ছিল। দুর্গন্ধের কারণে চরম দুর্ভোগ পথচারীসহ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। প্রধান শিক্ষক সাসপেন্ড নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ আগস্ট ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই বগুলবাড়ি স্কুল এ্যান্ড কলেজের ১৯ লাখ ৬৯ হাজার ৯শ’ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আলীকে সাময়িক বরখাস্ত করেছে গবর্নিং বডির সভাপতি। মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে ৩ সদস্যবিশিষ্ট নিরীক্ষা কমিটি গঠন করে অভিযোগের তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে অনিয়মসহ অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
×