ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে প্রথম গণপদযাত্রা করবে আজ

প্রকাশিত: ১২:৫০, ২৩ আগস্ট ২০১৯

বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে প্রথম গণপদযাত্রা করবে আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্তশাসন রদের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে প্রথমবারের মতো গণপদযাত্রার আহ্বান জানিয়েছেন কারাবন্দী বিচ্ছিন্নতাবাদী নেতারা। কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের দেয়ালগুলো এখন ভরে উঠেছে এই পদযাত্রা বিষয়ক পোস্টারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর ইয়াহু নিউজ, আনন্দবাজার ও এনডিটিভির। ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখতে চাওয়া শত শত রাজনৈতিক নেতাকর্মী বর্তমানে গৃহবন্দী। ওই বন্দীদশায় থেকেই এসব পোস্টারের মাধ্যমে কাশ্মীরবাসীকে গণপদযাত্রার অনুরোধ জানিয়েছেন তারা। যৌথ প্রতিরোধ নেতৃত্বের ব্যানারে সব বড় ও গুরুত্বপূর্ণ বিচ্ছিন্নতাবাদী দলগুলোর পক্ষে এসব পোস্টারে লেখা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে তরুণ, বৃদ্ধ, নারী, পুরুষÑ প্রত্যেকেরই পদযাত্রায় অংশ নেয়া উচিত। শ্রীনগরে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলের কার্যালয় অভিমুখে এ পদযাত্রার আহ্বান জানানো হয়। ১৯৪৯ সালে ভারত-পাকিস্তানের প্রথম যুদ্ধের পর শ্রীনগরে এ কার্যালয় স্থাপন করা হয়।
×