ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিয়াঙ্কার প্রশ্ন

প্রকাশিত: ১১:৩৭, ২১ আগস্ট ২০১৯

প্রিয়াঙ্কার প্রশ্ন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্যতম নেতা প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক কর্মকা- নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা উল্লেখ করেন, আরএসএস সম্প্রতি বলেছে যে কোন গুরুত্বপূর্ণ ইস্যু আন্তরিক পরিবেশে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। প্রিয়াঙ্কা প্রশ্ন রাখেন, মোদিজী কি আরএসএসের মূল্যবোধ বিসর্জন দিয়েছেন নাকি তিনি জম্মু ও কাশ্মীরকে কোন ইস্যু মনে করেন না। -ইন্ডিয়া টুডে। ফের ফকল্যান্ড ইস্যু আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ফার্নান্ডেজ ডে কির্চনার ফকল্যান্ড ইস্যুটি আবারও সামনে নিয়ে এসেছেন। সোমবার ফকল্যান্ড যুদ্ধে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন ফকল্যান্ড বিষয়টি অবশ্যই রাষ্ট্রীয় নীতির মধ্যে থাকতে হবে। আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাতে আর্জেন্টিনা হেরে যায়। কির্চনার মনে করেন দ্বীপটির ওপর তার দেশের অধিকার রয়েছে। -এক্সপ্রেস ইউকে
×