ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঋণখেলাপী ও অর্থ আত্মসাত মামলায় শিল্পপতির স্ত্রী কারাগারে

প্রকাশিত: ১০:৫৫, ২১ আগস্ট ২০১৯

ঋণখেলাপী ও অর্থ আত্মসাত মামলায় শিল্পপতির স্ত্রী কারাগারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঋণখেলাপী ও অর্থ আত্মসাতের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার শিল্পপতির স্ত্রী মেহেরুন নেসাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি কানাডা থেকে দেশে ফিরেছিলেন। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সিএমপির উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মেহেরুন নেসার বিরুদ্ধে অর্থঋণ আদালতের ১১ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরের স্ত্রী। খুলশী থানায় দায়ের হওয়া মামলাগুলোর আসামি হিসেবে তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জনকণ্ঠকে জানান, সোমবার একটি ফ্লাইটে কানাডা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে গ্রেফতার করা হয়। এরপর ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে ১১ মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারি পরোয়ানাও আছে। সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ফিনিক্স ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখা থেকে ২ কোটি ৩০ লাখ টাকা ঋণ গ্রহণ করেছিলেন মেহেরুন নেসা। পরে সে অর্থ তিনি আর পরিশোধ করা হয়নি। এ বিষয়ে ঋণদানকারী প্রতিষ্ঠানটি মামলা দায়ের করে। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে চেকের সমপরিমাণ অর্থদ- ও কারাদ-ে দ-িত করেন। এরপর আত্মগোপনে গিয়ে একপর্যায়ে কানাডায় পাড়ি জমান। ঋণখেলাপী আরেক ব্যবসায়ী কারাগারে ॥ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৩শ’ কোটি টাকা ঋণ নিয়ে খেলাপী হওয়ার মামলায় এক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। জাহিদ হোসেন মিয়া নামের এ ব্যবসায়ী মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঢাকায় গ্রেফতারের পর তাকে সোমবার চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অন্তত অর্ধশত মামলা রয়েছে।
×