ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার আরেক রাজ্যে জাকির নায়েকের ভাষণ নিষিদ্ধ

প্রকাশিত: ১০:২৫, ১৯ আগস্ট ২০১৯

মালয়েশিয়ার আরেক রাজ্যে জাকির  নায়েকের  ভাষণ নিষিদ্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ার রাজ্য পারলিসের পর বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের প্রকাশ্য ভাষণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেদাহ রাজ্য কর্তৃপক্ষ। এর আগে জাকির নায়েকের সাম্প্রদায়িক মন্তব্যের জন্য ১৬-১৮ আগস্টে পারলিসের একটি ইসলামী অনুষ্ঠানে বক্তব্য দিতে বাধা দিয়েছিল কর্তৃপক্ষ। মালয়েশীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবর মালয় ডেইলি ও ফ্রি মালয়েশিয়া টুডের। কেদাহ রাজ্যের ধর্ম বিষয়ক কমিটির চেয়ারম্যান ইসমাইল সালেহ জানান, জাকির নায়েককে এই রাজ্যে স্বাগত জানানো হয়েছে। তবে তিনি কোন প্রকাশ্য অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন না। এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি সব কিছুর আগে প্রাধান্য দেয়া হবে। ইসমাইল বলেছেন, ‘আগুনে জ্বালানি সংযুক্ত করবেন না। আমাদের যে ঐক্য আছে, তা ঝুঁকিতে ফেলতে চাই না।’ তিনি আরও বলেন, এপ্রিলে জাকির নায়েক উতারা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের (উইউইএম) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে সেখানে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানমূলক অনুষ্ঠানে তাকে অংশ নিতে দেয়নি কর্তৃপক্ষ। তারা যদি জাকির নায়েককে দিয়ে ওই অনুষ্ঠানে ভাষণ দেয়া তো, আমরা তাকে সেখানে বাধা দিতে অবস্থান নিতাম।’ জাকির নায়েক বর্ণ বিদ্বেষ ছড়াতে চাইছেন- মাহাথির ॥ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, দেশটিতে আশ্রয় নেয়া ধর্মীয় বক্তা জাকির নায়েক সেখানে বর্ণ বিদ্বেষ ছড়াতে চাইছেন। তিনি বলেন, এটা সুস্পষ্ট যে জাকির নায়েক মালয়েশিয়ানদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার মধ্য দিয়ে বর্ণ বিদ্বেষকে উস্কে দেয়ার চেষ্টা করছেন। ওয়ার্ল্ড স্ট্যাটিকস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মাহাথির।
×