ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৪৪, ১৮ আগস্ট ২০১৯

বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডাঃ মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল, সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব , ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখসহ ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ ১৩ আগস্ট পবিত্র ঈদ-উল-আজহা-এর পরেরদিন ছুটির মাঝেও প্রশাসনিক সিদ্ধান্তক্রমে খোলা ছিল। উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া ওইদিন এই বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার জন্য পরিচালক এবং সম্মানিত বিভাগীয় চেয়ারম্যানগণকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। -বিজ্ঞপ্তি
×