ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো-মেসির রাজত্বে ভাগ বসানোর সুযোগ ভার্জিলের

প্রকাশিত: ১০:৪০, ১৭ আগস্ট ২০১৯

 রোনাল্ডো-মেসির রাজত্বে ভাগ বসানোর সুযোগ ভার্জিলের

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের দুই সেরা সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এ দু’জনকে ছাড়া যেন কোন কিছুই পূর্ণতা পায় না। বিগত একযুগ ফুটবলের ব্যক্তিগত প্রায় সব এ্যাওয়ার্ড এ দু’জন ভাগাভাগি করে নিয়েছেন। তবে গত বছর মেসি-রোনাল্ডোকে টেক্কা দিয়ে বাজিমাত করেন রিয়াল মাদ্র্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। তবে এক বছর বাদেই আবারও কক্ষপথে ফিরেছেন রোনাল্ডো-মেসি। ফিফা বর্ষসেরা ও উয়েফার বিভিন্ন এ্যাওয়ার্ডের সবগুলো সংক্ষিপ্ত তালিকাতেই স্থান পেয়েছেন পর্তুগাল ও আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে এ দু’জনের কেউই আবার শ্রেষ্ঠত্বের মসনদে বসবেন। যার নমুনা মিলতে শুরু করেছে। কিছুদিন আগে ফিফা সেরার জন্য দশজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তারা। এরপর উয়েফার সেরা ফরোয়ার্ডের সেরা তিনেও আছেন। সর্বশেষ শুক্রবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) কর্তৃক ঘোষিত ইউরোপের সেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন জুভেন্টাসের রোনাল্ডো ও বার্সিলোনার মেসি। ২০১৯ সালের (২০১৮-১৯ মৌসুম) সেরা ফুটবলার বেছে নেয়ার লক্ষ্যে সংক্ষিপ্ত তিনে এ দু’জনের সঙ্গে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লীগ জেতাতে অগ্রণী ভূমিকা রাখা ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। আগামী ২৯ আগস্ট ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম। ওইদিন ফ্রান্সের মোনাকোয় ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর হাতে এ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। উয়েফার সদস্যভুক্ত দেশের কোচ ও সাংবাদিকদের জুরি বোর্ডের মাধ্যমে বিজয়ী বেছে নেয়া হবে। শুধু বর্ষসেরাই নয়, বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নাম ঘোষণা করা হবে। এখন পর্যন্ত তিনবার উয়েফার বর্ষসেরা ফুটবলার হওয়া রোনাল্ডো ২০১১ সালে এই এ্যাওয়ার্ড চালুর পর থেকে প্রতিবারই তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। এখন পর্যন্ত আটবার দেয়া হয়েছে এ এ্যাওয়ার্ড। তাতে রোনাল্ডো (২০১৪, ২০১৬, ২০১৭) তিনবারসহ মেসি (২০১১, ২০১৫) জিতেছেন দুইবার। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা (২০১২), ফ্রাঙ্ক রিবেরি (২০১৩) ও লুকা মডরিচ (২০১৮)। বিগত বছরগুলোতে দুর্দান্ত খেলা রোনাল্ডোর গত মৌসুমটা খুব একটা ভাল কাটেনি। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হেরে বিদায় নেয় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তবে ২১টি গোল করে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার দলের টানা অষ্টম সিরি’এ শিরোপা জয়ে রাখেন বড় অবদান। গত মৌসুমে সিরি’এ লীগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও নির্বাচিত হন পর্তুগীজ অধিনায়ক। পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়ে মৌসুমটা দারুণ কেটেছে রোনাল্ডোর। তার নেতৃত্বে উয়েফা নেশন্স লীগে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। সেমিফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন ৩৪ বছর বয়সী মহাতারকা। গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন দুইবার ইউরোপের সেরা ফুটবলার ও পাঁচবারের ফিফাসেরা মেসি। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে জিতেছেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন স্যু। আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লীগেও করেন সর্বোচ্চ ১২ গোল। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায় নেয় তার দল বার্সিলোনা। অন্যদিকে রোনাল্ডো-মেসিকে টেক্কা দেয়া ভার্জিল হল্যান্ড ও লিভারপুলের হয়ে ছিলেন দুর্দান্ত ধারাবাহিক। বিশেষ করে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি রাখেন বড় অবদান। রক্ষণভাগে ভার্জিল ছিলেন প্রতিপক্ষ স্ট্রাইকারদের জন্য ত্রাস। তাকে ভেদ করে গোল করা ছিল রীতিমতো কঠিন। এসবেরই পুরস্কার পেয়েছেন ইউরোপ সেরার সেরা তিনে জায়গা পেয়ে। শুধু তাই নয়, একজন ডিফেন্ডার হয়েও আছেন ফিফা সেরার দৌড়েও। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স এ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লীগের মৌসুম সেরা খেলোয়াড়ও হয়েছেন ভার্জিল। এ কারণে মেসি-রোনাল্ডোর রাজত্বে তিনি হানা দিতে পারেন কিনা সেটাই দেখার।
×