ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাইভ ব্লাড ব্যাংক উদ্বোধন

প্রকাশিত: ০৮:৩৭, ১৭ আগস্ট ২০১৯

 লাইভ ব্লাড ব্যাংক উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ আকস্মিক দুর্ঘটনায় আহতের রক্তের প্রয়োজন হলে রক্ত প্রদান, গরিব রোগীদের রক্তের প্রয়োজনে রক্ত প্রদানের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে লাইভ ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে এই লাইভ ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু। পুলিশ সুপার জানান, জেলায় ১১টি থানা রয়েছে। জেলায় এক হাজার এক শ’ পুলিশ কর্মরত। প্রতিটি পুলিশ সদস্যের রক্তের গ্রুপের একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে। বিনা পয়সায় যেকোন আকস্মিক দুর্ঘটনায় আহত রোগী এবং গরিব রোগীদের রক্ত প্রদানে জেলার ১হাজার ১০০ পুলিশ প্রস্তুত রয়েছে।
×