ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবারও শিরোপা জিততে পারল না বাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ১৫ আগস্ট ২০১৯

 এবারও শিরোপা জিততে পারল না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বিদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জেতা অধরাই রয়ে গেল বাংলাদেশ যুব দলের। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ হয়ে গেছে। লীগপর্বে দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ অনুর্ধ-১৯ দল আবারও ফাইনালে গিয়ে কাত হয়েছে। ভারত যুবাদের কাছে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছে। তাতে করে ১৪ বছর পর আবার ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতার আশা তৈরি হলেও তা হতাশাতেই পরিণত হয়েছে। দেশের বাইরে তো কোন ত্রিদেশীয় সিরিজই এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। সর্বশেষ ২০০৫ সালে কোন ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ যুব দল। ১৪ বছর পর এতটাই ভাল খেলছিল যুবারা, এবার তাই আশা দেখা হয়েছিল। কিন্তু ভারত সামনে পড়লেই যে কাঁপা শুরু হয়, এবারও তাই হলো। ইংল্যান্ডের ব্রাইটনের হোবের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয়ের ১০৯ রানের সুবাদে ৫০ ওভারে ২৬১ রানের স্কোর গড়েছিল বাংলাদেশ যুব দল। অলআউটও হয়েছিল। কিন্তু অধিনায়ক প্রিয়ম (৭৩), ধ্রুব (৫৯*), ওপেনার সাক্সেনা (৫৫) ও জয়সাল (৫০) ঐক্যবদ্ধ ব্যাটিং নৈপুণ্যে ৪ উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৬৪ রান করে ভারত যুব দল শিরোপাও জিতে। ত্রিদেশীয় সিরিজে পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকেই ফাইনালে খেলতে নামে বাংলাদেশ যুব দল। ইংল্যান্ড যুব দলকে চারবারের দেখায় তিনবারই হারায়। ভারতের সঙ্গেও লীগপর্বে চারবার লড়াই হয়। একবার জয় মিলে, একবার হার হয়। বাকি দুইবারই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়। মনে করা হয়, এবার বুঝি শিরোপা জিতবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। কিন্তু তা এবারও হয়নি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত থাকলেই বাংলাদেশ যুবাদের কেমন যেন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর দেশের বাইরে তো ফাইনাল ম্যাচ যেন বাংলাদেশ যুবাদের জন্য মহাআতঙ্কের হয়ে ধরা দেয়। ২০০৫ সালে প্রথমবারের মতো কোন ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ যুব দল। সেই সিরিজে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ছিল। সিরিজের ফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা খেলে। লঙ্কানদের উড়িয়ে দেয় বাংলাদেশ। দেশের মাটিতে হওয়া সিরিজে তা সম্ভব হয় এখন বিশ্বক্রিকেট মাতানো বিশ্বসেরা অলরাউন্ডারের অসাধারণ নৈপুণ্যে। প্রথমবারের মতো কোন ত্রিদেশীয় সিরিজ খেলেই শিরোপা জিতে সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহীমদের নিয়ে গড়া বাংলাদেশ যুব দল। কিন্তু এরপর সাকিব, তামিম, মুশফিকরাও আর যুব দলে খেলতে পারলেন না, সেই ঝলক ধরেও রাখা যায়নি। বিদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এলেই বিপদ থাকত। সেই সঙ্গে ফাইনালে ভারত থাকলে তো কথাই নেই। ২০০৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সিরিজে ভারতের কাছে শিরোপা হাতছাড়া হয়। একইভাবে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় ও ২০১৫ সালে ভারতে ত্রিদেশীয় সিরিজেও ভারতের কাছেই ফাইনালে হার হয়। ২০০৯ সালে আরেকবার শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। কিন্তু সেই সিরিজে বাংলাদেশ ফাইনালেই খেলতে পারেনি। ২০০৫ সালে একবার যে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ, এরপর আর কখনও জিততে পারেনি। এবারও বাংলাদেশের সামনে বাধা হয়ে হাজির হয়েছে সেই ভারত। এবারও শিরোপা জেতা হলো না। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ইনিংস- ২৬১/১০; ৫০ ওভার (তামিম ২৬, ইমন ৬০, জয় ১০৯, তৌহিদ ০, শাহাদাত ৬, আকবর ১, শামিম ৩২, মৃত্যুঞ্জয় ৪, সাকিব ২, শরিফুল ০, রকিবুল ০*; মিশ্রা ২/৩৩)। ভারত অনুর্ধ-১৯ দল ইনিংস- ২৬৪/৪; ৪৮.৪ ওভার (প্রিয়ম ৭৩, ধ্রুব ৫৯*, সাক্সেনা ৫৫, জয়সাল ৫০; রকিবুল ২/৫৫)। ফল ॥ বাংলাদেশ ৬ উইকেটে পরাজিত।
×