ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ পিতা-পুত্রসহ নিহত ৩

প্রকাশিত: ০৮:৪৭, ১৫ আগস্ট ২০১৯

 জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ পিতা-পুত্রসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁঠালডাঙ্গি গ্রামে জমি নিয়ে বিরোধে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পিতা-পুত্রসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে হাসিম উদ্দিন (৬০) ও তার পুত্র জহিরুল ইসলাম (৩০) এবং হাসিম উদ্দিনের ভাতিজা আজিজুল হক (৩৫)। গুরুতর আহত হাসিম উদ্দিনের দুই পুত্র খাইরুল ও মাজহারুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। ঈশ্বরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল আবেদিন জানান, আবদুর রশিদ ও চাচাত ভাই হাসিম উদ্দিন পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার সকালে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পাঁচ জন আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বগরঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে হাসিম উদ্দিনের পুত্র জহিরুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হলে পথে মারা যান হাসিম উদ্দিন ও আজিজুল হক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
×