ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে পুলিশের ভয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১২:২৬, ১০ আগস্ট ২০১৯

 না’গঞ্জে পুলিশের  ভয়ে ব্যবসায়ীর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় পুলিশের ভয়ে আব্দুল বাদশা (৫৬) নামে এক সয়াবিন তেল ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই ব্যবসায়ীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী নয়াপুর-পঞ্চমীঘাট সড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখায়। এলাকাবাসী বলছে, ওই ব্যবসায়ীকে পুলিশ মারধর করায় তার মৃত্যু হয়েছে। তবে পুলিশের উর্ধতন কর্মকর্তারা সরেজমিন গেলে পরিবারের সদস্যরা চাপের মুখে মারধর করার অভিযোগ অস্বীকার করেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ওই তেল ব্যবসায়ীর বয়স ৬০ বছর হবে। এ আগে তিনি দুবার হার্টএ্যাটাক করেছিলেন। পুলিশ যখন তেলের কাগজপত্র দেখাতে বলে তখন তিন মাটিতে ঢলে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মারধর কিংবা তর্কাতর্কির কোন ঘটনা ঘটেনি।
×