ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে জবাইয়ের পশু কেনাবেচায় নিষেধাজ্ঞা বাতিল

প্রকাশিত: ১২:২৬, ১০ আগস্ট ২০১৯

ভারতে জবাইয়ের  পশু কেনাবেচায়  নিষেধাজ্ঞা বাতিল

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে জবাইয়ের উদ্দেশে গবাদি পশু কেনাবেচার ওপর থাকা নিষেধাজ্ঞা বাতিলের ঘোষণা দিয়েছে মোদি সরকার। এর মাধ্যমে জবাইয়ের জন্য গবাদি পশু কেনাবেচায় আর কোন আইনী বাধা রইল না। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বাতিলের এ ঘোষণা দেয়া হয়। খবর অনলাইনের। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার আগ মুহূর্তে এমন ঘোষণা দিল ভারত সরকার। এতে এ ঈদে কোরবানির পশু কিনতে আর কোন ধরনের বাধা রইল না মুসলিমদের। ২০১৮ সালে জবাইয়ের উদ্দেশে পশু কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করেছিল মোদি সরকার। এই নিষেধাজ্ঞা দেশটিতে বসবাসরত প্রত্যেক সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য ছিল। ফলে হিন্দু ধর্মাবলম্বীরাও তাদের ধর্মীয় রীতি পালনে বলির উদ্দেশে পশু কিনতে পারত না। এছাড়া ভারতে নির্দিষ্ট স্থান ছাড়া কোরবানি কিংবা বলির উদ্দেশে পশু জবাই দেয়াও নিষিদ্ধ। এদিকে নিষেধাজ্ঞা বাতিলের ঘোষণার পর কলকাতায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। সেখান থেকেই কোন ধরনের ঝামেলা ছাড়া কোরবানির পশু কিনছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন।
×