ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এবার যানজট নেই

প্রকাশিত: ১০:৩৪, ১০ আগস্ট ২০১৯

 ঢাকা-চট্টগ্রাম-সিলেট  মহাসড়কে এবার  যানজট নেই

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঈদে ঘরমুখো মানুষের স্রোত থাকলেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোন যানজট নেই। মহাসড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মহাসড়কে নিয়োজিত রয়েছে। এবারও এ দুটি মহাসড়কের নারায়ণগঞ্জ এলাকা দিয়ে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছে। বৃহস্পতিবার দুপুর থেকেই ঘরমুখো মানুষ বিভিন্ন যানবাহনে বাড়ি ফিরতে শুরু করে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত যানবাহনের চাপ ছিল। তবে কোন যানজট সৃষ্টি হয়নি বলে ট্রাফিক পুলিশরা জানায়। ট্রাফিক পুলিশ বলছে, ঈদ-উল-ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতু নির্মাণ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। ঈদ-উল-আজহায়ও যাত্রীরা এ দুটি মহাসড়কে যানজটমুক্ত পরিবেশেই বাড়ি ফিরে যাবে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবার ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ও গরুর হাটসহ বিভিন্ন স্থানে নিরাপত্তার জন্য ১১শ’ ৭৫ পুলিশ মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিকেলে শিমরাইল, কাঁচপুর, সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় সরেজমিন গিয়ে মহাসড়কের কোথাও কোন যানজট দেখা যায়নি। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে প্রতিটি বাসস্ট্যান্ডেই। শিমরাইল এলাকায় রয়েছে অর্ধশতাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাসের টিকেট কাউন্টার। শিমরাইলের টিকেট কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। তারা যানবাহনের জন্য অপেক্ষা করছে। শিমরাইলের হানিফ পরিবহনের বাস কাউন্টারের সামনে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী সালামত মিয়া জানান, চট্টগ্রামে যাব। বাসের জন্য অপেক্ষা করছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন যানজট নেই। আশা করি, এবার যানজট মুক্ত পরিবেশেই বাড়ি ফিরতে পারব। এস আলম পরিবহনের যাত্রী আব্দুল আউয়াল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারও যানজট নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতি সেতু নির্মাণ করার কারণে এই মহাসড়কে এখন যানজন শব্দটি হারিয়ে যাচ্ছে। ঢাকা থেকে একটানেই কুমিল্লা যাওয়া যায়। এভাবেই যাত্রীরা স্বস্তি প্রকাশ করছে। ট্রাফিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-মহাসড়কের অংশ ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে আড়াইহজারের পুরিন্দা এলাকা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের অংশ পড়েছে। ঢাকা-সিলেট মহাসড়কটি কাঁচপুর থেকে শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-টু) মোঃ সাজ্জাদ রোমন জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে কোন যানজট নেই। মহাসড়কে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
×