ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের সব ইউনিটকে ডেঙ্গু সম্পর্কে সচেতনামূলক কার্যক্রম চালানোর নির্দেশ আইজিপির

প্রকাশিত: ১০:১৬, ১০ আগস্ট ২০১৯

 পুলিশের সব ইউনিটকে ডেঙ্গু সম্পর্কে সচেতনামূলক কার্যক্রম চালানোর নির্দেশ আইজিপির

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের সব পুলিশ ইউনিটকে ডেঙ্গুজ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সে অনুযায়ী দেশজুড়ে পুলিশের সব ইউনিট কাজ শুরু করেছে। শুক্রবার দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোঃ সোহেল রানা এ তথ্য জানান। তিনি জানান, দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে সোমবার আইজিপি সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারদের সঙ্গে এক জরুরী ভিডিও কনফারেন্সে নির্দেশনা দেন। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ প্রচারমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভিডিও কনফারেন্সে আইজিপি জানান, এডিস মশার বংশবিস্তার রোধে পুলিশ কমপাউন্ড ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
×