ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যান্সার আক্রান্তদের পাশে সালাহ

প্রকাশিত: ১০:০৮, ১০ আগস্ট ২০১৯

 ক্যান্সার আক্রান্তদের পাশে সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠে খেলোয়াড় হিসেবে দুর্দান্ত মোহাম্মদ সালাহ। লিভারপুরের মিসরীয় স্ট্রাইকার মানুষ হিসেবেও বড় মনের। তার প্রমাণ অনেকবারই রেখেছেন। এবার আরও একবার এ স্বাক্ষর রেখেছেন। বৃহস্পতিবার মিসরের জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটে ৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ কোটি টাকা) দান করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ উথমান আল-খাস্ত বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার মিসরের রাজধানী কায়রোয় অবস্থিত ক্যান্সার ইন্সটিটিউট ভবনের সামনে এক বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। বিস্ফোরণে ভবনের ক্ষতি হলেও রোগী কিংবা স্টাফরা নিরাপদ ছিলেন। রোগীদের ভিন্ন হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই এক গাড়ি ক্যান্সার ইন্সটিটিউটের ভবনে আঘাত হানলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সরকারের তরফ থেকে ভবন সংস্কারের ঘোষণা দেয়া হয়। এরপরই সরকারের পাশে দাঁড়িয়ে হাসপাতালটি সংস্কারের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠান সালাহ। দেশের কল্যাণে এবারই প্রথম নয়, এর আগেও দান করেছেন সালাহ। এর আগে শিশু ক্যান্সার হাসপাতালের জন্য নিজ শহরে এক টুকরো জমি ও ১২ মিলিয়ন মিসরীয় পাউন্ড দান করেন।
×