ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নোয়াব সভাপতি মতিউর রহমানকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ১২:০৪, ৯ আগস্ট ২০১৯

নোয়াব সভাপতি মতিউর রহমানকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নবম ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে নিউজপেপারস ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি সম্পাদক মতিউর রহমানকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। মতিউর রহমান গংকে গণশক্র উল্লেখ করে তাকে চট্টগ্রামের যেখানেই দেখা যাবে সেখানেই সাংবাদিকরা প্রতিহত করবেন বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এসব ঘোষণা দেয়া হয়। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে সাংবাদিকরা রাজপথ ছেড়ে যাবে না, জানান সাংবাদিক নেতারা। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দীন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, সিইউজের সদস্য প্রীতম দাশ প্রমুখ। সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দীন দুলাল বলেন, সাংবাদিকরা অতীতে আন্দোলন করে তাদের অধিকার আদায় করে নিয়েছেন। নোয়াব সাংবাদিকদের অধিকার থেকে বঞ্চিত করতে আদালতের আশ্রয় নিয়েছেন। আশা করি, আদালত সাংবাদিকদের অধিকারের বিষয়ে আন্তরিক থাকবে। চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, সাংবাদিকদের অধিকার বঞ্চিত করে একটি সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব নয়। সাংবাদিকদের অধিকার আদায়ে চট্টগ্রাম প্রেসক্লাব সব সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আন্দোলন-সংগ্রামে এক হয়ে কাজ করবে। বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার বলেন, নোয়াব সভাপতি মতিউর রহমান এক/এগারোর সময় দেশ ও আওয়ামী নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।
×