ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাগো তারুণ্য রোখো সন্ত্রাস শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১২:০৩, ৯ আগস্ট ২০১৯

জাগো তারুণ্য রোখো সন্ত্রাস শীর্ষক সেমিনার

সোমবার বেলা ১১টায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোগে জঙ্গীবাদের বিরুদ্ধে ‘জাগো তারুণ্য, রুখো সন্ত্রাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অরুণা বিশ্বাস সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক একেএম আজহারুল ইসলাম অরুন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আজ সারাবেলা-এর সম্পাদক জব্বার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ মুরাদ হাসান বলেন, জঙ্গীবাদের কোন আদর্শ নেই, জঙ্গীবাদের কোন ভিত্তি নেই, জঙ্গীবাদের কোন ভবিষ্যতও নেই, কোন নীতিও নেই এবং এর কোন মানেও নেই। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গীবাদ সমূলে বিনাশ করে চলমান শান্তি অব্যাহত থাকবে। -বিজ্ঞপ্তি এআইইউবিতে সেমিনার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ‘সমসাময়িক বাংলাদেশী সাংবাদিকতা : ট্রেন্ডস এ্যান্ড চ্যালেঞ্জস’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‘মিট দ্য এডিটর’ নামের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আওয়ার টাইম এবং অনলাইন নিউজ পোর্টাল আমাদের সময় ডটকমের গ্রুপ চীফ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব নাইমুল ইসলাম খান। বিশ্ববিদ্যলয়ের মিডিয়া ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে, দেশের সাংবাদিকতার রূপান্তর সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য সেমিনারটির আয়োজন করা হয় । মি. খান তার সাংবাদিকতা এবং মিডিয়ার অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন এবং এমএমসি শিক্ষার্থীরা বাংলাদেশী সাংবাদিকতা শিল্পের বিশাল চিত্র থেকে অনানুষ্ঠানিক আলাপচারিতার মাধ্যমে সাম্প্রতিক শিল্পের প্রবণতাগুলো সম্পর্কে জানার সুযোগ পেয়েছিল। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×