ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণ, পাঁচ দিনের রিমান্ডে সেই ইমাম

প্রকাশিত: ১১:২৪, ৯ আগস্ট ২০১৯

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণ, পাঁচ দিনের রিমান্ডে সেই ইমাম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার উত্তর চাষাঢ়ার চাঁনমারী এলাকায় পানি পড়াসহ ঝাড়ফুঁক দেয়ার নামে আট বছরের এক মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত বায়তুল হাফেজ জামে মসজিদের ইমাম ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া জেনারেল হাসপাতাল থেকে ওই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার মসজিদ কমিটির সভাপতি শরীফ হোসেনসহ পাঁচজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। বুধবার সকালে মসজিদের ইমাম মোঃ ফজলুর রহমান ওরফে রফিকুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার চাঁনমারী এলাকায় আট বছরের শিশুকে ধর্ষণ ও ভিকটিমকে হাসপাতাল থেকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগ নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাইতুল হাফেজ মসজিদের ইমাম ফজলুর রহমান ও মসজিদ কমিটির সভাপতি শরিফ হোসেন, মোঃ রমজান আলী, মোঃ গিয়াস উদ্দিন, হাবিব এ এলাহী হবি ও মোঃ মোতাহার হোসেন আসামি করা হয়ছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার মামলায় মাওলানা ফজলুর রহমানসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য মাওলানা ফজলুর রহমানকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি পাঁচজনকে জেল জেটে দুই দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
×