ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু মোকাবেলায় জরুরী অবস্থা ঘোষণার দাবি বাম জোটের

প্রকাশিত: ১১:১২, ৮ আগস্ট ২০১৯

ডেঙ্গু মোকাবেলায় জরুরী অবস্থা ঘোষণার দাবি বাম জোটের

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু মোকাবেলায় জরুরী অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন থেকে চার দফা কর্মসূচীও ঘোষণা করা হয়। এগুলোর মধ্যে রয়েছে, আজ ৮ আগস্ট সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রতিরোধের দাবিতে জেলা-উপজেলা প্রশাসনের মাধ্যমে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ। ৯ ও ১০ আগস্ট ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচী পালন-পল্টনের সিপিবি কার্যালয় থেকে এই প্রচার কার্যক্রম শুরু হবে। ডেঙ্গু প্রতিরোধ ও বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ-পুনর্বাসন এবং চিকিৎসার দাবিতে ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে দাবি পক্ষ পালন করা হবে। এ সময় জেলা-উপজেলাসহ সর্বত্র সভা-সমাবেশ, পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। ভোট ডাকাতির সংসদ বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সারাদেশে বিভাগীয় শহর ও জেলা সদরে জনসভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য মুনীরউদ্দিন পাপ্পু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
×