ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার নাগরিক সুহারা হত্যায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:০৯, ৮ আগস্ট ২০১৯

শ্রীলঙ্কার নাগরিক সুহারা হত্যায় দুইজনের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর শ্যামপুর এলাকায় শ্রীলঙ্কান নাগরিক সুহারা উম্মা ওরফে ফারজিয়া অহিদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ১৫ বছর আগের এ হত্যাকণ্ডের মামলায় বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- চাঁদপুর জেলার মতলব থানার মৃত কফিল উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন সরকার ওরফে মফিজ এবং রংপুরের কাউনিয়া থানার মৃত আবুলের ছেলে আবু জাহের ওরফে জাহের খান। দুই আসামিই পলাতক রয়েছেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়া আবুল হোসেন নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায়ে দ-িতদের যাবজ্জীবন কারাদ-ের পাশাপাশি প্রত্যেকের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। সুহারা উম্মা হত্যার ঘটনায় তার দেবর আব্বাস আলী ২০০৪ সালের ২৮ জানুয়ারি শ্যামপুর থানায় এ মামলা দায়ের করেন।
×