ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিয়া যে ক্ষতি করে গেছেন তা কোনদিন পূরণ হওয়ার নয় ॥ হানিফ

প্রকাশিত: ১১:২০, ৭ আগস্ট ২০১৯

জিয়া যে ক্ষতি করে গেছেন তা কোনদিন পূরণ হওয়ার নয় ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ১৯৭৫ সালের পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে যে বিভক্তি তৈরি করেছেন, তা দূর করতে বিএনপি-জামায়াতকে সমাজ থেকে নির্মূল করতে হবে। বাংলাদেশে জিয়াউর রহমান যে ক্ষতি করে গেছেন, এই ক্ষতি কোনদিন পূরণ হওয়ার নয়। মঙ্গলবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ। মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, দেশ আজকে দুইভাগে বিভক্ত, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত পাকিস্তানের এজেন্ট বিএনপি ও জামায়াত। জিয়াউর রহমান ১৯৭৫ সাল পরবর্তী যেই বিভক্তিটা তৈরি করেছিলেন তা আজকে সমাজের প্রতিটি রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। দেশ বিভক্ত জাতি হিসেবে গড়ে উঠেছে। একটি দেশ বিভক্ত জাতি নিয়ে এগিয়ে যাওয়া খুবই কঠিন। তা আজকে প্রমাণিত, এই অপশক্তি প্রতিটি পদে পদে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকা-ে বাধার সৃষ্টি করেছে।
×