ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাগানে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

প্রকাশিত: ১১:০১, ৬ আগস্ট ২০১৯

কাঁঠালবাগানে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাঁঠালবাগানের একটি বাড়ির দোতলায় এয়ার কন্ডিশন (এসি) বিস্ফোরণ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন (৪০), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), তাদের দুই সন্তান লাইবা (৯) ও নয় মাসের লিবান। এ ঘটনার পরপরই প্রতিবেশীরা তাদের মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান, কলাবাগানে একটি এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী টুম্পার ২৫ শতাংশ, তাদের সন্তান লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ লিটনের প্রতিবেশী মাসুম জানান, কলাবাগান বক্স কালভার্ট রোড বাসার দোতলায় পরিবার নিয়ে থাকতেন জাদুশিল্লী লিটন। তিনি জানান, সোমবার ভোরের দিকে লিটন নিজেই সিগারেট ধরানোর সময় বিকট আওয়াজে হঠাৎ ঘরের মধ্যে আগুন ধরে যায়। তিনি বলেন, তাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ভেতরে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। এরপর তাদের দ্রুত উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে যায়। আসলে কি কারণে বাসায় আগুন লেগেছে তা তিনি জানাতে পারেনি। এদিকে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রায়হানুল আশরাফ জানান, সোমবার ভোরে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে কাঁঠালবাগান একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় ওই বাড়িতে যান। ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে আশপাশের লোকজন। পরে দোতলার বাসার মধ্যে প্রবেশ করে সবকিছু আগুনে পোড়া দেখি। তবে আমরা ধারণা করছি, এসির গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। আগুনে বাসার মধ্যে থাকা চারজন দগ্ধ হয়েছে। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
×