ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়ক আন্দোলনে অংশ গ্রহণকারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৩:০৯, ৫ আগস্ট ২০১৯

 নিরাপদ সড়ক আন্দোলনে অংশ গ্রহণকারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিরাপদ সড়ক আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার প্রতিবাদে রবিবার রাজধানীতে মানববন্ধনের আয়োজন করা হয়। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপ্রিয় শিক্ষার্থীদের আন্দোলনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এমনকি ওই বছর ৪ আগস্ট রাজধানীর ঝিগাতলায় সন্ত্রাসীদের শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করতেও দেখা যায়। এতে কয়েক শত সাধারণ শিক্ষার্থীসহ বেশ কিছু গণমাধ্যম কর্মী গুরুতর আহত হয়। এছাড়াও ৫-৬ আগস্ট কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়েও সন্ত্রাসীদের হামলা করতে দেখা যায়। পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে হামলাকারী সন্ত্রাসীদের পরিচয় চিহ্নিত করা হয়, তবে এক বছর পেরিয়ে গেলেও হামলাকারী সন্ত্রাসীরা আইনের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। যা একটি গণতান্ত্রিক দেশের আইন ব্যবস্থার জন্য কলঙ্ক স্বরূপ। উপরন্তু, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কয়েক শত আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলা এবং কয়েক হাজার শিক্ষার্থীর নামে অজ্ঞাতনামা মামলা দেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা এবং পড়ালেখায় অসুবিধা হচ্ছে। একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে ঘিরে এরূপ অরাজকতা এবং আইনের অবমাননা সমগ্র ছাত্র আন্দোলনটিকে কলঙ্কিত করে বলে আমরা মনে করি। এরই প্রেক্ষিতে রবিবার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং শিক্ষার্থীদের নামে থাকা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সকাল ১০টার দিকে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ‘নিসআ’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ইনজামুল হক বক্তব্য রাখেন। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন, মাসুদ শাহরিয়ার জেরিন আনিকা, মেহেরুননেসা নিশু প্রমুখ। -বিজ্ঞপ্তি।
×