ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২ গৃহকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট

প্রকাশিত: ১১:০৩, ৪ আগস্ট ২০১৯

২ গৃহকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে (৬৬) শ্বাসরোধ করে হত্যা করে তার বাসার দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা (২৫) ও রিতা আক্তার ওরফে স্বপ্না (৩৭)। তারা বাসায় থাকা ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি করতে তাকে হত্যা করা হয়েছে। সম্প্রতি দুই গৃহকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একই সঙ্গে ওই দু’জনের চাকরিদাতা রুনু বেগম ওরফে রাকিবের মায়ের (৪৭) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার তার অব্যাহতির আবেদন করা হয়েছে। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাফায়েত শরীফ জানান, অধ্যক্ষ মাহফুজা হত্যাকা-ে দুই গৃহপরিচারিকাকে অভিযুক্ত করে অভিযোগপত্রটি আদালতে জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। গত ১৮ জুলাই অভিযোগপত্রটি আদালতে সংশ্লিষ্ট থানার (জিআর) শাখায় জমা দেন। অভিযোগপত্রটি ২৫ আগস্ট আদালতে উপস্থাপন করা হবে। মামলা তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, মামলার আসামি রুমা ওরফে রেশমা ও রিতা আক্তার ওরফে স্বপ্না ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী, ময়নাতদন্ত ও জব্দকৃত আলামতের ভিত্তিতে ভিকটিম মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মামলার আসামি রুমা ওরফে রেশমা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মাহফুজা চৌধুরী পারভীনকে নাক মুখে ওড়না পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং মোবাইল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি করে। প্রমাণ হিসেবে তার কাছ থেকে ওয়ালটন মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। অপর আসামি রিতা আক্তার ওরফে স্বপ্না মিথ্যা ঠিকানা ব্যবহার করে কাজের বুয়া হিসেবে যোগদান করে পূর্ব পরিকল্পিতভাবে মাহফুজা চৌধুরী পারভীনকে নাক মুখে ওড়না পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল চুরি করেছেন। প্রমাণ হিসেবে তার হেফাজত থেকে নগদ সাত হাজার টাকা, একটি গোলাপি রংয়ের ভ্যানিটি ব্যাগ, একটি স্বর্ণের চেইন, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
×