ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ২ কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল জব্দ

প্রকাশিত: ০৯:১৬, ৪ আগস্ট ২০১৯

ঝিনাইদহে ২ কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩ আগস্ট ॥ কালীগঞ্জ থেকে নকল বিড়ি উৎপাদন ও ব্যান্ডরোল রাখার অপরাধে ৪ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন নির্ঝর এ আদেশ দেন। দণ্ডিতরা হলো-দেবরাজপুর গ্রামের শাহজানের ছেলে আসলাম হোসেন, পারখিদ্দা গ্রামের ওমর আলীর স্ত্রী সুফিয়া খাতুন, একতারপুর গ্রামের মিলন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস ও পারখিদ্দা গ্রামের ওসমান আলীর স্ত্রী রেনুকা বেগম। জানা যায়, শনিবার সকালে র‌্যাবের একটি অভিযানিক দল কালীগঞ্জের ওই ৪টি গ্রামে অভিযান চালায়। সে সময় নকল বিড়ি তৈরি কারখানার সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় দুই কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল। আটক করা হয় মালিকসহ ৪ জনকে। পরে আদালত বসিয়ে আসলাম হোসেন ও সুফিয়া খাতুনকে ৬ মাস করে কারদণ্ড প্রদান করা হয়। অন্য ২ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল বিড়ি ও ব্যান্ডরোল পুড়িয়ে দেয়া হয়। কুড়িগ্রামে আগুনে শিশু পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চিলমারীতে অগ্নিকাণ্ডে তিন মাস বয়সের একশিশু ও ১৩ হাজার টাকাসহ আড়াই লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের নটারকান্দি বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নটারকান্দি বাজারপাড়া এলাকার আমিনুল ইসলামের বাড়িতে ছোট দুইশিশু গ্যাস ম্যাচ নিয়ে খেলছিল। খেলতে খেলতে গ্যাস ম্যাচের আগুন ঘরে লাগলে দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমিনুল ইসলামের ইয়ামনি নামের তিন মাস বয়সের এক শিশু কন্যা পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ছাড়াও ঘরে রক্ষিত কাপড়-চোপড়, ধান-চাল, নগদ ১৩ হাজার টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
×