ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জরুরী অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান দরকার ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:২৬, ৩ আগস্ট ২০১৯

 জরুরী অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান দরকার ॥ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে দেশে জরুরী অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শুক্রবার বিকেলে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি দুই সিটির মেয়র ডেঙ্গু নিয়ে যে ধরনের কথাবার্তা বলছে এগুলো অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং ক্ষমার অযোগ্য। আমরা মনে করি যেভাবেই হোক ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি অবিলম্বে জরুরী অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করা দরকার। যুদ্ধকালীন অবস্থার মতো ব্যবস্থা করা দরকার। কারণ, হাতে সময় খুব কম। প্রতিটি পরিবার এখন দুশ্চিন্তার মধ্যে আছে। তাই সরকারের উচিত হবে আর কালবিলম্ব না করে চিকিৎসকদের পরামর্শ এবং সকলের সহোযোগিতা নিয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করা।
×