ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গৃহবধূ খুন

প্রকাশিত: ০৯:০৯, ৩ আগস্ট ২০১৯

 বগুড়ায় গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ স্বামী-স্ত্রীর মধ্যে মাত্র এক শ’ টাকা নিয়ে বিরোধ নিয়ে শহরের নারুলী এলাকায় চামেলি বেগম (৩২) নামে দু’ সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তার বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী দিনমজুর রুবেল হোসেন (৪০) পলাতক রয়েছে। পুলিশ জানায়, নারুলী খন্দকার পাড়া এলাকার রুবেল হোসেন শহরের রাজাবাজারে দিনমজুরের কাজ করে। তার বাড়িতে আড়াই শ’ টাকা ছিল। রাতে সে বাড়ি ফিরে স্ত্রীকে জানায়, এক শ’ টাকা রেখে গিয়েছিল। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে রুবেল তার স্ত্রীকে মারপিট করে। সকালে বাড়ির একটি ঘরে চামেলির ঝুলন্ত দেহ পাওয়া যায়। বাড়ির লোকজন মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে। বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে, পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে টাকা নিয়ে বিরোধে মারপিটের ঘটনার বিষয়টি জানা গেলেও এটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা না হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাহজাদপুরে চাচা নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, শাহজাদপুরের চরাচিথুলিয়া মহল্লায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ভাতিজার দায়ের কোপে ও দেশীয় অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। তার নাম চাঁদ ফকির (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত আলম ফকির (৫৭) কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখানে শারীরিক অবস্থার চরমবনতিতে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন, সাদ্দাম, আলাই, শাহজাহান, শামছুল ফকির, মনজিলা খাতুন আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া চরপাড়া মহল্লার নিহত চাঁদ ফকিরের পৈত্রিক বসত ভিটার জমির মালিকানা নিয়ে তার চাচাত ভাই গাজী ফকিরের সঙ্গে বিরোধ চলে আসছিল। নালিশী সম্পত্তি নিয়ে শাহজাদপুর সিনিয়র জজ আদালতে একটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে। খুলনায় যুবক স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, সরকারী মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১১টার দিকে পুকুর পাড়ে একজোড়া জুতা দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি মহিলা কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে অস্থায়ী ভিত্তিতে চাকরি করতেন। ঈশ্বরদীতে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী থেকে জানান, ইপিজেডের প্রধান গেটের সামনের পাকশী আবাসিক হোটেল থেকে তানভীর রায়হান (৪৪) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পাকশী ফাঁড়ি পুলিশ। শুক্রবার সকালে হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তানভীর রায়হান ঢাকার খিলগাঁও পশ্চিম রামপুর এলাকার রায়হানুল হকের ছেলে। পাকশী ফাঁড়ি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ২২ জুলাই রাতে পাকশী হোটেলে ওঠেন তানভীর রায়হান। শুক্রবার সকালে হোটেলের কক্ষ পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মী ওই কক্ষের সামনে গিয়ে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতে থাকে। এতে তার কোন সাড়া না পেয়ে সকাল সাড়ে ৮টায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। শহিদুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে খাটের এক পাশে বসা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পটিয়ায় কঙ্কাল উদ্ধার নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া সাইরা দিঘী এলাকা থেকে পুলিশ একটি কঙ্কাল লাশ উত্তোলন করেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মর্গে পাঠিয়েছে। অজ্ঞাতনামা বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ বছর। পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ১০-১২ দিন আগের লাশ। এটি কঙ্কাল হয়ে যাওয়ার কারণে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
×