ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোকাকোলার গাড়ি চালককে কোকের বোতল দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১:০২, ২ আগস্ট ২০১৯

কোকাকোলার গাড়ি চালককে কোকের বোতল দিয়ে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীতে তোফাজ্জল হোসেন (৫৫) নামে কোকাকোলা কোম্পানির ডিস্ট্রিবিউটর শাখার এক কাভার্ডভ্যান চালককে কোকের বোতল দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগীরর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ হত্যাকা-ের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সুমন এখনও পলাতক রয়েছে। নিহত তোফাজ্জল হোসেন নগরীর খানপুর রেললাইন এলাকার বাসিন্দা মৃত মোসলেম চৌধুরীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জল হোসেন চাষাঢ়ায় বিভিন্ন দোকানে মালামাল সরবরাহ করে কাভার্ডভ্যান নিয়ে এলাকায় যান। এ সময় রাজা স্টিলের মিল নামে রডের দোকান সামনে ওই দোকানের কর্মচারী শাজাহান ও পাশের রায়হান স্টিল মিলের মালিকের ভাই সুমন তাদের গাড়িটি থামায়। এ সময় সুমন কাভার্ডভ্যান চালক তোফাজ্জলের কাছে বিনা টাকায় কোকাকোলা খেতে চায়। তোফাজ্জল এতে রাজি না হওয়ায় সুমন ও শাহজাহান মিলে তার কাভার্ডভ্যান থেকে কোকাকোলার বোতল নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফাজ্জলকে নগরীর খানপুরে তিনশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ছোট ছেলে মোঃ সাকিব হোসেন জানান, কোন কারণ ছাড়াই আমার নিরপরাধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে দুই সন্ত্রাসী। বাবার রোজগারের ওপর আমাদের সংসার চলত। তিনি তার বাবার হত্যাকারী সুমন ও শাহজাহানের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এক বছর ধরে নিহত তোফাজ্জাল হোসেন কোকাকোলা কোম্পানির নারায়ণগঞ্জ শহরের ডিস্ট্রিবিউটর শাখার গাড়িচালক হিসেবে কাজ করে আসছিলেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনাটি নিশ্চিত করে জানায়, অভিযুক্ত দুইজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও সুমন নামে মূল অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
×