ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে রাজধানীতে বিএনপির র‌্যালি

প্রকাশিত: ০৯:৩৯, ২ আগস্ট ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে রাজধানীতে বিএনপির র‌্যালি

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় র‌্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জজকোর্ট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ শীঘ্রই কার্যকর ওষুধ ছিটিয়ে এডিস মশা নিধনের দাবি জানান। আর মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের যথাযথ উদ্যোগ নেই। জজকোর্টের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি র‌্যালি শুরুর সঙ্গে সঙ্গে অনুমতি নেই বলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং জনগণকে সচেতন করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি র‌্যালির আয়োজন করেছিল। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচীকে প্রশাসন পালন করতে না দেয়ায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ড. মোশাররফ বলেন, যদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন সমন্বিতভাবে পদক্ষেপ নিত তাহলে ডেঙ্গু মহামারী রূপ ধারণ করত না। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার কারণে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করছি। ড. মোশাররফ বলেন, দেশের সব সঙ্কট থেকে উত্তরণ চাইলে গণতান্ত্রিক সরকার প্রয়োজন। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশকে সব সঙ্কট থেকে মুক্ত করব। র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপি নেতা ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ। ঢাকা মহানগর উত্তর বিএনপির র‌্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, রাজধানীসহ সারাদেশের মানুষ ডেঙ্গু আতঙ্কে। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে কারও কারও প্রাণহানিও ঘটছে। অথচ এই সঙ্কট মোকাবেলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই। রিজভী বলেন, জনগণের নিকট এ সরকারের কোন জবাবদিহিতা নেই এবং রাষ্ট্রক্ষমতার জন্য বর্তমান সরকার জনগণকে প্রয়োজন মনে করে না। সেজন্য এ সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অবহেলা ও অবজ্ঞা করে থাকে। আওয়ামী লীগের রাজনীতি জনকল্যাণমুখী নয়। রিজভী বলেন, বিএনপি শুধু মিটিং-মিছিলের রাজনীতি করে না, বিএনপি নেতাকর্মীরা ঝড়-জলোচ্ছ্বাস-বন্যাসহ যে কোন মহামারী মোকাবেলা করতেও জনগণের পাশে থাকে।
×