ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পানি সম্মেলন উদ্বোধন

সরকার সঙ্কট নিরসনে প্রকল্প গ্রহণ করছে ॥ এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৯:১৫, ২ আগস্ট ২০১৯

সরকার সঙ্কট নিরসনে প্রকল্প গ্রহণ করছে ॥ এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘উন্নয়ন অগ্রযাত্রায় পানির ন্যায্যতা’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খুলনার এই পানি সম্মেলন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান এই সম্মেলনের আয়োজন করে। উদ্বোধনী বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেছেন, সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য পানীয়জল সরবরাহে দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণের পাশাপাশি এখন পানীয়জল সঙ্কট নিরসনে প্রয়োজনমুখী প্রকল্প গ্রহণ করছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জন্মগতভাবেই আমরা বাংলাদেশের মানুষ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই টিকে থাকি। তাই আমাদের সামনে যে কোন সমস্যাই আসুক না কেন আমরা তার সমাধান করে সামনে এগিয়ে যেতে পারব। উপকূলীয়-লবণাক্ত এলাকার মানুষের জন্য সুপেয় পানির প্রাপ্যতা সহজ করতে বৃষ্টির পানি সংরক্ষণ করে রিভার্স-অসমোসিসসহ সকল কার্যকর প্রযুক্তি অনুসরণ করা হবে। কিছুদিনের মধ্যে খুলনা ওয়াসার পানি শোধানাগার চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। উন্নত সেবা পেতে হলে বিশুদ্ধ পানির জন্য ব্যয়ও একটু বাড়তে পারে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর ফ্রেদ উইতেভেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
×