ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গেইলের ১০০০ বাউন্ডারি

প্রকাশিত: ১২:১২, ১ আগস্ট ২০১৯

গেইলের ১০০০ বাউন্ডারি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত ক্লাব টি২০ ক্যারিয়ারে ১০০০ বাউন্ডারির (চার) অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। কানাডায় চলমান গ্লোবাল টি২০ লীগে মাত্র ৫৪ বলে ৭ চার ও ১২ ছক্কায় অপরাজিত ১২২ রানের ইনিংসের পথে ক্যারিবিয়ান তারকা অবিশ্বাস্য এই কীর্তি গড়েন। ৩৮৭ স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টি২০ ম্যাচে তার বাউন্ডারি মোট ১০০৩টি। দুইয়ে থাকা ব্রেন্ডন ম্যাককালামের বাউন্ডারি ৯২৪টি। কিউই সাবেক অধিনায়ক এখন অবসরে। তিনে থাকা ডেভিড ওয়ার্নারের বাউন্ডারি ৮৬০টি। এছাড়া ৮০০’র ঘরে পা পড়েনি আর কোন ব্যাটসম্যানের। গেইল অবশ্য বাউন্ডারির চেয়ে ছক্কার জন্যই বিখ্যাত বেশি। টি২০তে ছক্কায় তার ধারে কাছে নেই কেউ। বল সীমানার ওপর দিয়ে পাঠিয়েছেন ৯৫৫ বার। মানে হাজার ছক্কার রেকর্ড থেকেও খুব বেশি দূরে নেই জ্যামাইকান টর্নেডো। দ্বিতীয় সর্বোচ্চ ৬০৭ ছক্কা আরেক ওয়েস্ট ইন্ডিয়ান দানব কাইরন পোলার্ডের। গেইল মানুষ তো? সতীর্থ শাই হোপের বিস্ময়। বয়স ৪০ বছর ছুঁই ছুঁই। কিন্তু ব্যাটিং দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ। দু’দিন আগে কানাডার গ্লোবাল টি২০ টুর্নামেন্টে তাকে সেঞ্চুরি করতে দেখে এমন বিস্ময় হোপের। আরও একবার এই ক্যারিবিয়ানের ব্যাটে বিস্ফোরণ। হাজার বাউন্ডারির রেকর্ডের দিনে গেইলের আফসোস বলতে ম্যাচটি জিততে না পারা। খারাপ আবহাওয়ার জন্য যে ব্যাটিংয়েই নামতে পারেনি প্রতিপক্ষ। টি২০তে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর ২৭৬ করেও তার দল পয়েন্ট ভাগ করে নেয়। গেইল অবশ্য বেশি হতাশ এই ম্যাচে ২০০ করতে না পারায়, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল। মনে হচ্ছিল ২০০ করে ফেলব। খুব বেশি বল খেলার সুযোগ আর পেলাম কোথায়? ওরা আমাকে শুরুতেই ফেরাতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য ওদের।’
×