ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেডিএ চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবি

প্রকাশিত: ১১:৫২, ১ আগস্ট ২০১৯

কেডিএ চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্থানীয় প্রতিনিধিদের মধ্য থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান নিয়োগ, খুলনায় দ্রুত বিমানবন্দর নির্মাণ, পাইপলাইনে গ্যাস সরবরাহসহ খুলনা উন্নয়নের বিভিন্ন দাবিতে বুধবার বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই মানববন্ধন আয়োজন করে। সংগঠনের সভাপতি আলহাজ শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহাসচিব শেখ আশরাফ উজ জামান, যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মিজানুর রহমান বাবু, মোঃ মিজানুর রহমান জিয়া, সহসভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহিন জামাল পন, মিনা আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর, শিক্ষক নেতা মোঃ মনিরুল ইসলাম, মিতা বাগচী, কেসিসি কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সুজনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কুদরত-ই-খুদা, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, মংলাবন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির উপদেষ্টা আলহাজ মোঃ মিজানুর রহমান টিংকু, আফজাল হোসেন রাজু, মোঃ রকিব উদ্দিন ফারাজী ও রসু আকতার।
×