ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক মাসেও সন্ধান মেলেনি কলেজছাত্র সাফায়াতের

প্রকাশিত: ১১:৫০, ১ আগস্ট ২০১৯

এক মাসেও সন্ধান মেলেনি কলেজছাত্র সাফায়াতের

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ কলেজ থেকে বাসায় ফেরার পথে রহস্যজনক নিখোঁজ মেধাবী ছাত্র সাফায়াত আল হোসাইনের এক মাসেও কোন সন্ধান মেলেনি। গত ২৫ জুন ময়মনসিংহ নটরডেম কলেজ থেকে নগরীর বাউন্ডারি রোডের বাসায় ফেরার পথে নিখোঁজ হয় ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র সাফায়াত আল হোসাইন (১৯)। সাফায়েতের সন্ধান দাবিতে পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারে দ্বারে ঘুরছে। মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময়ে সাফায়াতের ভাগ্যে কী ঘটেছে-এ নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত পরিবারের সদস্যসহ স্বজন ও এলাকাবাসী। তবে পুলিশ ও র‌্যাবের স্থানীয় কর্মকর্তারা জানান, এ নিয়ে উদ্বেগের কিছুই নেই। সাফায়াতের সন্ধানে কাজ করছেন তারা। পারিবারিক সূত্র জানায়, গত ২৫ জুন সকাল ৮টায় নগরীর বাউন্ডারি রোডের বাসা থেকে বের হয়ে নটরডেম কলেজে যায় আফজাল হোসেনের পুত্র সাফায়াত। ক্লাস শেষে বেলা ১২টা ৫০ মিনিটে কলেজ থেকে বের হয় সাফায়াত। কিন্তু পরে বাসায় না ফিরে রহস্যজনক নিখোঁজ হয় সাফায়াত। এ বিষয়ে ওইদিন রাতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাফায়াতের বাবা আফজাল হোসেন। এই ঘটনায় ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা সাফায়াতের বাউন্ডারি রোডের বাসায় যান এবং তল্লাশির পর সাফায়াতের ব্যবহৃত কম্পিউটার জব্দ করে নিয়ে আসেন। র‌্যাব-১৪ এর কর্মকর্তারাও সাফায়াতের বাসায় গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। ইতোমধ্যে পার হয়েছে এক মাস। এসময়ে সাফায়াতের কোন সন্ধান মেলেনি। এ নিয়ে হতাশ হয়ে পড়েছেন সাফায়াতের বাবা-মাসহ স্বজনরা। পুত্রের সন্ধান দাবিতে ধর্ণা দিচ্ছেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নানা মহলে। সাফায়াতের গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকাবাসী একই দাবিতে মানববন্ধনসহ সমাবেশ করেছেন। সাফায়াতের বাবা আফজাল হোসেন জানান, মেধাবী সাফায়াত ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি পাস করার পর নটরডেম কলেজে ভর্তি হয়। পড়াশুনা আর নামাজ ছাড়া কোন নেশা ছিল না তার। আইটিতে দক্ষ সাফায়াত বাসায় সময় পেলে ক্যাডেট ছোট ভাইকে নিয়ে কম্পিউটারে গেম খেলত। পাড়ায় তার তেমন কোন বন্ধুবান্ধব ছিল না। সাফায়াতের বাবা মা পুত্রের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। কলেজের সহপাঠীরা জানায়, সাফায়াত কম মিশত। পড়ালেখা ছাড়া তার কোন কথা ছিল না। কোন আড্ডা দিত না বন্ধুদের সঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাফায়াতের সন্ধান করে তাকে পরিবার ও কলেজে ফিরিয়ে দেবে এমন প্রত্যাশা নটরডেম কলেজ কর্তৃপক্ষের।
×