ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মশায় অতিষ্ঠ হয়ে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

প্রকাশিত: ১১:৪৬, ১ আগস্ট ২০১৯

মশায় অতিষ্ঠ হয়ে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

স্টাফ রিপোর্টার ॥ এবার ঢাকায় মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় জিডি করার ঘটনা ঘটেছে। তবে মশার বিরুদ্ধে নয়। বার বার বলার পরেও ওষুধ না ছিটানোর কারণে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ এনে জিডি করার ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাতে পল্লবী থানায় জিডিটি দায়ের করা হয়। ইউসুফ আহমেদ নামে পল্লবীর এক বাসিন্দা জিডিটি করেন। ২৭৬৬ নম্বর ওই জিডিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মশার ওষুধ না ছিটানোর অভিযোগ আনা হয়েছে। জিডিতে বলা হয়েছে, পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে মশার ওষুধ ছিটানো হয় না। এ কারণে ওই এলাকায় সব ধরনের মশার উপদ্রব বেড়েছে। এলাকার লোকেরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। বার বার বলার পরও ওষুধ না ছিটানোর কারণে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কয়েক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ইউসুফ আহমেদের দাবি, গত কয়েক মাসে একদিনের জন্যও পল্লবী এলাকার এভিনিউ-১-এ মশা মারার ওষুধ ছিটানো হয়নি। বাড়ির মালিকরা নিয়মিত বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছেন। বাড়ির মালিকরা যেহেতু সময় মতো সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করেন, তাই সিটি কর্পোরেশনের সকল সুবিধা পাওয়ার অধিকার রাখেন নাগরিকরা। কাউন্সিলর ৩ বছর আগে নির্বাচিত হওয়ার পর এলাকাটিতে একবারের জন্যও মশার ওষুধ ছিটাননি। বার বার ফোন করলেও কাউন্সিলর কোন ব্যবস্থা নেননি।
×