ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মোঃ তাসনিম হাসান আবির

বিবেক জাগুক

প্রকাশিত: ১১:৩৪, ১ আগস্ট ২০১৯

বিবেক জাগুক

বাংলাদেশের বাঙালী জাতি একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে বিশ্বে সমাদৃত ছিল। পৃথিবী সমাদর করত এ জাতির মূল্যবোধ, শিষ্টাচার, নৈতিকতা নিয়ে। কিন্তু এগুলো এখন কই গেল! আমরা জাতি হিসেবে আমাদের এই ঐতিহ্য কি ধরে রাখতে পেরেছি! এখন আমাদের সেই সমাদৃত মূল্যবোধ নিয়ে প্রশ্ন জেগেছে! হত্যা, ধর্ষণ এগুলো যেমন মহামারী আকার ধারণ করেছে, সেই সঙ্গে বাড়ছে সন্দেহ বা গুজবের জেরে মানুষকে হত্যার অপসংস্কৃতি। একটা সমাজের মূল্যবোধ কতটা নিম্ন পর্যায়ে গেলে এরকম দিবালোকে সবার সামনে একটা মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা যায়! সাধারণত সমাজে যখন অস্থিরতা বা হতাশা চরম পর্যায়ে পৌঁছায় তখন এই ধরনের কার্যকলাপ বৃদ্ধি পায়। আমাদের সমাজে এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। চরম হতাশার জন্য জন্য মনের শান্তিপ্রিয় আত্মাটা ঢাকা পড়ছে উগ্রতার পর্দায়। এজন্য সন্দেহের জেরে বা সামান্য কোন ঘটনার জন্য হত্যা বেড়ে যাচ্ছে। সমাজের এই অবক্ষয় কোনভাবেই কাম্য না। দেশে স্বাধীন বিচারব্যবস্থা আছে। কোন অপরাধ হলে তার বিচার আইনানুগভাবে হবে। কিন্তু এটার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মানুষের মন পবিত্র, সেখানে এই পশুবৃত্তির কোন জায়গা নেই। ছোট একটা বাচ্চা শিশু যার আজকে স্বাচ্ছন্দ্যে নিরাপদে শৈশব কাটানোর কথা সে নিজের নিরাপত্তার জন্য প্ল্যাকার্ড হাতে রাজপথে আকুতি জানাচ্ছে! এটা কোন সভ্য সমাজে হওয়ার কথা নয়। আজকের সমাজে কেউ কারও হাতে নিরাপদ নয়। মৃত্যু খুব সহজ হয়ে গেছে। প্রতিদিন পত্রিকা খুললেই আপনি দেখবেন হত্যা, ধর্ষণ এগুলাতে সয়লাব। অর্থাৎ আমরা দিন দিন অধম সমাজের দিকে যাচ্ছি। কিন্তু বাঙালী জাতির বৈশিষ্ট্য এমন হওয়া উচিত না। তারা হবে উদার, শান্তিপ্রিয় ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল। যে মূল্যবোধ আমাদের জাতিসত্তাকে সুউচ্চ মর্যাদায় নিয়ে গেছে সেই ঐতিহ্য ফিরেয়ে আনতে হবে। কেউ যদি কোন অপরাধ করে তাহলে তাকে আইনের হাতে তুলে দিন। স্বাধীন বিচারব্যবস্থা তার বিচার করবে। কোন কিছু সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে ৯৯৯ এ ফোন করুন। কিন্তু আইন কখনও নিজের হাতে তুলে নিবেন না। মনে রাখবেন আপনার একটা ভুলের জন্য একজনের জীবন চলে যেতে পারে, অন্য কারও জীবন ধ্বংস হতে পারে বা কোন পরিবার বিপন্ন হতে পারে। আমাদের মাঝে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। অযথা সন্দেহের বশে বা পূর্ব শত্রুতার জের ধরে বিচারবহির্ভূত হত্যাকা- কখনও কাম্য না। কেউ যদি দোষও করে তবে তার জন্য আইন আছে, বিচার আছে। ৩০ লাখ শহীদের রক্তের আর ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশের মান মর্যাদা আমাদেরকেই ধরে রাখতে হবে। বহু ত্যাগ তিতিক্ষা করে আমরা এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছি। আমরা বাঙালীরা সবাই এক। আমাদের মাঝে নেই কোন ভেদাভেদ। আমরা যদি পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে চলি তাহলে আমাদের মাঝে মূল্যবোধ বৃদ্ধি পাবে। বর্তমান এই তথ্য প্রযুক্তির বিশ্বে মূল্যবোধ খুবই জরুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
×