ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মানবাধিকার কমিশনের দাবি

জুলাইতে সারাদেশে ১৯৪ জন হত্যাকাণ্ডের শিকার

প্রকাশিত: ১১:০৮, ১ আগস্ট ২০১৯

জুলাইতে সারাদেশে ১৯৪ জন হত্যাকাণ্ডের শিকার

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের জুলাইতে সারাদেশে ১৯৪ জন হত্যাকা-ের শিকার হয়েছেন। যার মধ্যে ৩০ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। বুধবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের গবেষণা ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জাহানারা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌর শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সহযোগিতায় এই প্রতিবেদন করা হয়।
×