ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউএফও ঘেরা ভুতুড়ে শহর!

প্রকাশিত: ১১:০৫, ১ আগস্ট ২০১৯

ইউএফও ঘেরা ভুতুড়ে শহর!

পৃথিবীতে এমনই এক শহর আছে যেখানে ভিনগ্রহের মহাকাশযানে ভরে আছে। যাকে বলে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ‘ইউএফও’। তাইওয়ানে এমন একটি শহর রয়েছে যেখানকার বাড়িগুলো ফ্লাইং সসারের মতো দেখতে। সেখানে কেউ থাকে না। তাইওয়ানের ওয়ানলি শহর। অনেকেই আবার এই ইউএফও শহরকে ভৌতিক শহরও বলে। অনেকের মতে, এমন অনেক দুর্ঘটনা হয়েছে সেখানে যার কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। শহর তৈরির সময় অনেকের মৃত্যু হয় দুর্ঘটনায়। এমনকি কিছু আত্মহত্যার ঘটনাও ঘটেছে। ফলে সেই সব ঘটনাগুলো শহর খালি করে দেয়ার ক্ষেত্রে আরও ইন্ধন জুগিয়েছে। কিছু মানুষ এখানে থাকতে শুরু করে। কিন্তু ১৯৭০ থেকে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে ওয়ানলি। এত সুন্দর সুন্দর বাড়ি দিয়ে ঘেরা শহরে কেন কেউ থাকে না, তার সঠিক কারণ জানা যায়নি। তবে মনে করা হয় এই বাড়িগুলো এতটাই ব্যয়বহুল যে, মানুষ সেগুলোতে থাকতে চাননি। সম্প্রতি ওই শহরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই শহরের ছবি উঠে এসেছে। দেখা যাচ্ছে, রাস্তার ধারে কল্পবিজ্ঞানের ভিনগ্রহের প্রাণীদের যানের ছবির মতো দেখতে গোল গোল বাড়ি। সেগুলোর নাম ফিচুরস। মাটি থেকে আবার কিছুটা উঁচুতে রয়েছে সেগুলো। লোহার সিঁড়ি বেয়ে সেগুলোতে উঠতে হয়। জানালাগুলোও মানানসই গোল গোল। এক একটি বাড়ি এক এক রঙের। কিছু বাড়ি আছে আবার আয়তক্ষেত্রাকার। এগুলোর নাম ভেঞ্চুরস। মার্কিন অনলাইন ম্যাগাজিন এ্যাটলাস অবস্কিউরার মতে, এই বাড়িগুলোর নক্সা তৈরি করেছেন ফিনল্যান্ডের স্থপতি ম্যাটি সুরোনেন। এই বিষয়টি নিয়েও আবার ধোঁয়াশা রয়েছে। শুধু তাই নয়, এই শহরটি তৈরির জন্য কারা এলো, কবে তৈরি হলো তা নিয়েও কোন তথ্য পাওয়া যায় না। সব মিলিয়ে রহস্যে ঘেরা একটি শহর। - ওয়েবসাইট
×