ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্মার্টকার্ডে অনিয়মে বিশ্বব্যাংকের কালো তালিকায় টাইগার আইটি

প্রকাশিত: ১৩:০৯, ৩১ জুলাই ২০১৯

স্মার্টকার্ডে অনিয়মে বিশ্বব্যাংকের কালো তালিকায় টাইগার আইটি

স্টাফ রিপোর্টার ॥ স্মার্টকার্ড প্রকল্পের কাজ পেতে অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমানকে নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। স্মার্টকার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রান্সের অবার্থুর টেকনোলজিসের সঙ্গে স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল টাইগার আইটি। তবে ফরাসি ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর বিশ্ব ব্যাংক এই প্রকল্পে অর্থায়নে অনাগ্রহ দেখানোয় এখন সরকারী অর্থায়নেই ১০ কোটি নাগরিককে স্মার্টকার্ড দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ফলে বাদ পড়েছে অবার্থুর ও টাইগার আইটি উভয়ই। গত ২৪ এপ্রিল বিশ্বব্যাংকের বোর্ড সভায় টাইগার আইটিকে নিষিদ্ধের সিদ্ধান্তটি হয়। প্রতিষ্ঠান হিসেবে টাইগার আইটিকে সাড়ে ৯ বছর এবং প্রতিষ্ঠানটির কর্ণধারকে সাড়ে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। বিশ্বব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী-ইউএনডিপির সহায়তায় ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস (আইডিইএ)’ প্রকল্পের আওতায় ২০১১ সালের জুলাইয়ে নয় কোটি নাগরিককে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেয়ার চুক্তি করেছিল ইসি। বিষয়টি নিয়ে জানতে চাইলে ইসি সচিব মোঃ আলমগীর বলেছন, দুই বছর আগেই নানা অভিযোগের মধ্যে ফ্রান্সের কোম্পানিটির সঙ্গে ইসির চুক্তি বাতিল হয়েছিল। আর আন্তর্জাতিক ওই সংস্থাটি যে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে, তার নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত ছিল না। ইসির সঙ্গে ফ্রান্সের কোম্পানির রফা হয়েছে ইতোমধ্যে। এখন তাদের (টাইগার আইটি ও প্রতিষ্ঠানের সিইও) কালোতালিকাভুক্তের বিষয়টি আমরা অবগত নই। বর্তমানে স্মার্টকার্ড উৎপাদন দেশীয় প্রতিষ্ঠান দিয়েই আমরা করছি।
×