ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগেই বেতন- বোনাস ॥ রাষ্ট্রপতিকে বিজিএমইএ নেতৃবৃন্দ

প্রকাশিত: ১১:০৭, ৩১ জুলাই ২০১৯

গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগেই বেতন- বোনাস ॥ রাষ্ট্রপতিকে বিজিএমইএ নেতৃবৃন্দ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ পোশাক উৎপাদনকারী এবং রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রতিশ্রুতি দিয়েছেন তারা ঈদ-উল-আজহার আগেই পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস প্রদান করবেন। খবর বাসসর। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতকালে বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, ‘শ্রমিকরা ঈদ-উল-ফিতরের আগে সঠিকভাবে তাদের বেতন এবং ঈদ বোনাস পেয়েছিল। আমি আশা করি, আসন্ন ঈদ-উল-আজহার আগে সব পোশাক শ্রমিক তাদের বেতন এবং উৎসব ভাতা পাবেন।’ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। গার্মেন্টস সেক্টরের শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থা বিজিএমইএর নবনির্বাচিত নেতারা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাদের অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্ম থেকে উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘তরুণ প্রজন্ম খুবই মেধাবী, তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিন।’ তিনি, দেশ ও জনগণের উন্নতির জন্য বিজিএমইএর প্রতিনিধিদের নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে বলেন।
×