ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ প্রাথমিক সেবা পক্ষ চালু ডিএসসিসির

প্রকাশিত: ০৯:৪০, ২৫ জুলাই ২০১৯

 ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ প্রাথমিক সেবা পক্ষ চালু ডিএসসিসির

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ প্রাথমিক সেবাপক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই প্রাথমিক সেবাপক্ষের উদ্যোগে গত তিন দিনে মোট ১১ হাজার ৩৪২ জন রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে সংস্থাটি। বুধবার বিগত ৩ দিনের স্বাস্থ্যসেবার হিসাব পর্যালোচনা করে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, গত ২১ জুলাই সেবা দেয়া রোগীর সংখ্যা ছিল ৩৫২৬ জন, ২২ জুলাই ছিল ৪৪৪৬ জন এবং ২৩ জুলাই প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে ৩ হাজার ৭৬০ রোগীকে। এছাড়া কল সেন্টারে এই তিনদিনে মোট এসএমএস এসেছে ৬৫৮টি। ফোন কল অনুযায়ী আনা হয়েছে ১২২ জন রোগীকে এবং মোবাইলে পরামর্শ দেয়া হয়েছে ৪৭১ জনকে। ডিএসসিসির হটলাইন ০৯৬১১-০০০৯৯৯ নম্বর চালু আছে। এখানে নাগরিকরা ফোন করলে স্বাস্থ্যকর্মীরা সেই নাগরিকের বাসায় চলে যাবেন। এছাড়া ৬৭টি মেডিক্যাল টিম গঠন করেছে ডিএসসিসি। বিভিন্ন এলাকায় ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করছেন। সেই সঙ্গে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন।
×