ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজিজ আহমেদ

ত্রাণ বাড়ান

প্রকাশিত: ০৯:১৮, ২৫ জুলাই ২০১৯

 ত্রাণ বাড়ান

মধ্যাঞ্চলে বন্যার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীরবর্তী মানুষগুলোর হাহাকারে ভারি হয়ে আসছে বাতাস। যমুনার যে বাঁধটি ছিল সেটা ভেঙ্গে গিয়ে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে আর এতে করে আরও অনেক গ্রামে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। অতিবৃষ্টি ও পাহাড়ধসে আক্রান্ত হয়েছে বান্দরবান পাহাড় ও খাগড়াছড়ি। বান্দরবানে পাহাড়ধসে মারা গেছে এক বৃদ্ধা, আহত হয়েছেন দু’জন। জেলাটির সাতটি উপজেলা বন্যা কবলিত। আক্রান্ত হয়েছে দশ হাজার পরিবার, নষ্ট হয়েছে বনভূমি। খাগড়াছড়ির চারটি উপজেলায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ বন্যায় দুর্গত। দেশের বিভিন্ন স্থান বগুড়া, কুড়িগ্রাম, নেত্রকোনা, জামালপুর, শেরপুুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বেশির ভাগ জায়গাতেই লাখ লাখ মানুষ বন্যা কবলিত। এই অবস্থায় মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। বন্যায় আক্রান্ত মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। দেশের বিভিন্ন স্থানের স্কুল, কলেজ ডুবে গেছে। ফলে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। বাড়ি পানিতে ডুবে যাওয়ার কারণে মানুষ অসহায়ভাবে দিন যাপন করছে। সরকারী-বেসরকারীভাবে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ গেলেও তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। কোন কোন অঞ্চলে ত্রাণ না পাওয়ার অভিযোগও উঠেছে। আর বন্যার এই অবস্থার কারণে পানিবাহিত বিভিন্নরকম রোগ হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিশু, বৃদ্ধ ও গবাদী পশু নিয়ে। এই অবস্থায় দেশের সকলকেই এগিয়ে আসতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বন্যাদুর্গত মানুষের কাছে। শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে আমাদের নিজেদের উদ্যোগে কিছু একটা করা দরকার। দেশের মানুষের এই করুণ অবস্থায় আমাদের সামাজিক একটা দায়িত্ব রয়েছে আর সেখান থেকেই আমাদের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা। এছাড়াও সরকারকে বিভিন্নভাবে সহায়তা করাও আমাদের উচিত যাতে বন্যায় আক্রান্ত মানুষগুলো স্বাভাবিক জীবন-যাপন করতে পারে। দেশে বিভিন্ন ধরনের এন জি ও, সামাজিক প্রতিষ্ঠান এদেরও এগিয়ে আসতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্নভাবে বন্যার্তদের সাহায্য তথা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দুর্যোগ মোকাবেলার জন্য। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কম। সর্বোপরি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক দায়িত্ব। চলুন মানবতার হাত প্রসারিত করে তাদের পাশে দাঁড়াই। টাঙ্গাইল থেকে
×