ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রিমলাইনার ‘গাঙচিল’ আসছে কাল

প্রকাশিত: ১০:৫৫, ২৪ জুলাই ২০১৯

ড্রিমলাইনার ‘গাঙচিল’ আসছে কাল

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’ আসছে কাল বৃহস্পতিবার। উড়োজাহাজটি আনতে যুক্তরাষ্ট্রে বোয়িং অফিস সিয়াটলে গেছেন বিমানের পরিকল্পনা বিভাগের পরিচালকের নেতৃত্বে ২৪ কর্মকর্তা। বাংলাদেশ সময় আজ রাতে এটি সিয়াটল থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। গাঙচিলকে স্বাগত জানাতে আজ বিশেষ আয়োজন করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান জানিয়েছে, ইতোমধ্যে সিয়াটলে চলে গেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, বিমান পরিচালনা পর্ষদের দুইজন সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, সোনালী ব্যাংকের এক কর্মকর্তা, বিমানের ফ্লাইট সার্ভিস থেকে পাঁচজন, ফ্লাইট অপারেশন থেকে তিনজন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয়জন। এ প্রসঙ্গে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, উড়োজাহাজটি ২৫ জুলাই বৃহস্পতিবার দেশে আসবে। এতে বিমানের ফ্লাইট বৃদ্ধি ও রুট বাড়ানো সম্ভব হবে। বিমান জানিয়েছে, আধুনিক প্রজন্মের এ চারটি ড্রিমলাইনার উড়োজাহাজের নাম পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো- ‘আকাশবীণা’, ‘হংসবলাকা’, ‘গাঙচিল’ ও ‘রাজহংস’। এদের মধ্যে প্রথম দুটি উড়োজাহাজ যাত্রী পরিবহন করছে। ‘গাঙচিল’ যুক্ত হলে ড্রিমলাইনারের সংখ্যা হবে তিনটি। ২৭১ আসন রয়েছে ড্রিমলাইনার ‘গাঙচিল’-এ। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪ ও ইকোনমি ক্লাস ২৪৭টি। বিজনেস ক্লাসের আসন ১৮০ ডিগ্রী পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড করা সম্ভব। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম ড্রিমলাইনারে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানির প্রয়োজন হবে।
×