ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপেই দেখিয়ে দেবেন রশীদ খান!

প্রকাশিত: ১১:০০, ২১ জুলাই ২০১৯

 টি২০ বিশ্বকাপেই দেখিয়ে দেবেন রশীদ খান!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরুর আগে রশীদ খান বলেছিলেন, তারা যে আর কাগুজে বাঘ নয় বিশ্বকাপেই সেটি দেখিয়ে দেবে আফগানিস্তান। কিন্তু একমাত্র দল হিসেবে কোন জয় ছাড়া আসর শেষ করেছে আফগানরা। সময়ের ভয়ঙ্কর লেগস্পিনারকেও খুঁজে পাওয়া যায়নি। বোঝাই যাচ্ছে ‘যত গর্জে তত বর্ষে না।’ বিশ্বকাপে ব্যর্থতার পর ঢেলে সাজানো দলটির তিন ভার্সনেই অধিনায়ক এখন রশীদ খান। তিনি বলেছেন, তার দল কতটা শক্তিশালী সেটি তারা অস্ট্রেলিয়ায় আসন্ন ২০২০ টি২০ বিশ্বকাপেই দেখা যাবে। রশীদ খান বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপ তো অনেক দূরে। এখন আমাদের মনোযোগ ও লক্ষ্য অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২০ টি২০ বিশ্বকাপের দিকে। আমি মনে করি আমরা দেখাতে পারব যে আমরা কত ভাল দল, দেখাতে পারব আমরা কতটুকু পারি। গত বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে আমরা আমাদের সেরা দলটা পাব আশাকরি।’ তিনি আরও বলেন, ‘আমাদের এখন শুধু দিনকে দিন উন্নতি করতে হবে। অতীতে যতো ভুল করেছি সেগুলো কমিয়ে আনতে হবে। আমাদের সামর্থ্য আছে, স্কিলের কমতি নেই। বিশেষ করে টি২০তে সেরা একটি দল রয়েছে। আমাদের সেরা প্রস্তুতিটা নিতে হবে।’ রশীদ খান বলেন, ‘অবশ্যই! ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটিও আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আগেও যেমনটা বলেছি আমাদের ট্যালেন্ট, স্কিলের কমতি নেই। তবে আমাদের আরও উন্নতি প্রয়োজন। আমাদের বুঝতে হবে কিভাবে বড় দলের বিপক্ষে খেলতে হয়। কিভাবে প্রস্তুতি নিতে হয়। আমরা দেখেছি এবারের বিশ্বকাপে আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না।’ এ সময় বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি খেলার ইচ্ছাও প্রকাশ করেন আফগান অধিনায়ক। ‘একই সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে এগোতে হবে। আমি মনে করি বড় দলগুলোর বিপক্ষে যত বেশি খেলব আমাদের উন্নতি তত হবে। তাদের বিপক্ষে যত খেলব, সিরিজে মুখোমুখি হব, আমাদের ক্রিকেট তত উন্নত হবে।’
×