ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ

লিভারপুলকে হারাল ডর্টমুন্ড

প্রকাশিত: ১০:৫৯, ২১ জুলাই ২০১৯

 লিভারপুলকে হারাল ডর্টমুন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বের সেরা দল লিভারপুল। গত দুই মৌসুমেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলেছে তারা। প্রথমবার ব্যর্থ হলেও ২০১৮-১৯ মৌসুমে আর শিরোপা হাতছাড়া করেনি জার্গেন ক্লপের দল। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরে অলরেডরা। তবে প্রাক-মৌসুমের শুরুটা নিজেদের মতো করতে পারেনি লিভারপুল। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরে প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবটি। ডেনমার্ক জাতীয় দলের দুই খেলোয়াড় থমাস ডিলানে ও ব্রুন লারসেনের দ্বিতীয়ার্ধের দুই গোলে ডর্টমুন্ড ৩-২ গোলে জয়ী হয়েছে। শুক্রবার ইন্ডিয়ানার নটরডেম স্টেডিয়ামে বুন্দেসলিগার অন্যতম সেরা দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নের রক্ষণাত্মক কৌশলের সুবিধাকে কাজে লাগিয়ে জয় আদায় করে নিয়েছে। যদিও লিভারপুলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। কোপা আমেরিকার জন্য দেশে থাকায় অলরেডদের হয়ে এদিন মাঠে নামেননি দুই ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো আর এলিসন বেকার। এছাড়া আফ্রিকান নেশন্স কাপের জন্য মোহাম্মদ সালাহ ও সাদিও মানেও লিভারপুলের এই প্রাক-মৌসুম প্রস্তুতির যুক্তরাষ্ট্র সফর করছেন না। যে কারণে লিভারপুলের অভিজ্ঞ কোচ তার সাবেক ক্লাবের বিপক্ষে অপেক্ষাকৃত তরুণদের নিয়েই মূল একাদশ সাজিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ১০ জন পরিবর্তন করে একেবারে নতুন দল মাঠে নামান তিনি। ম্যাচ শেষে ক্লপ বলেন, ‘এটা দুই দলের জন্যই কঠিন ম্যাচ ছিল। বেশ কিছু ব্যক্তিগত পারফর্মেন্স দেখা গেলেও আমি মনে করি এটাই যথেষ্ট নয়।
×