ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী মোটেল ভেঙ্গে পাঁচতারকা হোটেল নির্মাণের উদ্যোগ

প্রকাশিত: ০৯:৩৬, ১৩ জুলাই ২০১৯

 রাজশাহী মোটেল  ভেঙ্গে পাঁচতারকা  হোটেল নির্মাণের  উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বিশ্বমানের পাঁচতারকা হোটেল নির্মাণ ও হযরত শাহমখদুম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ নেয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। লিটন বলেন, বৃহস্পতিবার সচিবের দফতরে সচিব মহিবুল হকের সঙ্গে তার মতবিনিময় হয়েছে। এ সময় মেয়রকে আশ্বাস দিয়ে মহিবুল হক জানিয়েছেন, রাজশাহীতে পাঁচতারকা হোটেল ও বিমানবন্দরে নতুন দ্বিতল টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেয়র খায়রুজ্জামান লিটন জানান, রাজশাহীতে বিশ্বমানের পাঁচতারকা হোটেল নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে মতবিনিময় হয়। এ সময় তিনি (সচিব) জানিয়েছেন, রাজশাহী পর্যটন মোটেলের ভবন ভেঙ্গে সেখানে বিশ্বমানের পাঁচতারকা হোটেল নির্মাণ করা হবে। ইতোমধ্যে ডিজাইন প্রণয়ন করা হয়েছে, যা দ্রুতই পিইসি এবং একনেকে অনুমোদনের জন্য পাঠানো হবে। এছাড়াও হযরত শাহমখদুম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের জন্য নতুন একটি দ্বিতল টার্মিনাল ভবন নির্মাণ এবং রানওয়ে সম্প্রসারণেরও সিদ্ধান্ত হয়েছে। দ্রুত এর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সচিব মহিবুল হক। প্রসঙ্গত, রাজশাহীতে বিশ্বমানের পাঁচ তারকা হোটেল নির্মাণ এবং বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম প্রতিশ্রুতি। এসব প্রতিশ্রুতিগুলোও দ্রুতই বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি।
×