ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলবায়ু অভিযোজনে বাংলাদেশ শ্রেষ্ঠ শিক্ষক ॥ বান কি মুন

প্রকাশিত: ১০:২৮, ১১ জুলাই ২০১৯

 জলবায়ু অভিযোজনে বাংলাদেশ শ্রেষ্ঠ শিক্ষক ॥ বান কি মুন

বাংলানিউজ ॥ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশই হলো শ্রেষ্ঠ শিক্ষক। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। অভিযোজন সংক্রান্ত আন্তর্জাতিক কমিশন আয়োজিত ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন। এটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আরও উপস্থিত ছিলেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন ও বিশ্ব ব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিওভা। উদ্বোধনী অনুষ্ঠানে বান কি মুন বলেন, গ্লোবাল কমিশন অন এ্যাডাপটেশন অভিযোজন সংক্রান্ত কেন আজ ঢাকায় এই সম্মেলনের আয়োজন করেছে, এটা আমাদের সবার মনেই প্রশ্ন উঠতে পারে। তবে আমি বলব, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ থেকেই শিক্ষা নিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশই শ্রেষ্ঠ শিক্ষক। সে কারণেই আমরা আজ এখানে। বান কি মুন বলেন, আইপিসিসির রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে সমুদ্র লেভেলের পানির উচ্চতা থেকে এক মিটার বাড়ার ফলে বিশ্বের ১৭ শতাংশ এলাকা তলিয়ে যাবে। সে কারণেই অভিযোজন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এ্যাডাপটেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগের কথা বলেছেন। আমরা তার এ উদ্যোগকে সাধুবাদ জানাই। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন বান কি মুন। জাতিসংঘের সাবেক এই মহাসচিব বলেন, বাংলাদেশই প্রথম দেশ ২০১৯ সালে এ্যাডাপটেশন নিয়ে একটি এ্যাকশন প্ল্যান তৈরি করেছে। ফলে খাদ্য নিরাপত্তা, সাইক্লোন সেন্টার প্রতিষ্ঠা, জলবায়ু খাতে গবেষণা ইত্যাদিতে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। বান কি মুনের স্ত্রীর প্রয়াস স্কুল পরিদর্শন ॥ জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের স্ত্রী ইও শুন তায়েক বুধবার সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াস স্কুল পরিদর্শন করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী বেগম সেলিনা মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা প্রয়াস স্কুলে এসে পৌঁছলে কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোঃ নুরুল হুদা তাদের স্বাগত জানান এবং প্রয়াসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ইও শুন তায়েক প্রয়াসের আর্লি চাইন্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডিপি) প্রোগ্রামসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আন্তরিক সময় কাটান।
×