ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সাবেক এমপি রানা জামিনে মুক্ত

প্রকাশিত: ০৮:৫৬, ১০ জুলাই ২০১৯

টাঙ্গাইলে সাবেক এমপি রানা জামিনে মুক্ত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ জুলাই ॥ দুই বছর ৯ মাস ২১ দিন পর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও দুই যুবলীগ নেতা শামীম-মামুন হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের জামিননামা টাঙ্গাইল আদালতে পৌঁছায় সোমবার সন্ধ্যায়। এরপর মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা কারাগারে জামিননামা পৌঁছায়। এরপর তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। এরপর তার পরিবারের সদস্য ও অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই ঢাকার উদ্দেশে রওনা হন। এদিকে তার জামিনকে কেন্দ্র করে টাঙ্গাইল কারাগার এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা কারাগারের জেলার আবুল বাশার জানান, কয়েকদিন আগে থেকেই সাবেক এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগারে ছিলেন। হাইকোর্ট ও আপীল বিভাগের কাগজপত্র পাওয়ার পর মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। জামিন পাওয়ার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি এখন বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। শেখ হাসিনা আমার নেত্রী। শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি এবং টাঙ্গাইলের রাজনীতি শেখ হাসিনার নির্দেশেই হবে। এদিকে নিহত মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের স্ত্রী, মামলার বাদী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা রয়েছে। ফারুক হত্যার বিচারে তাদের উপযুক্ত শাস্তি হবে। এছাড়া দুই যুবলীগ নেতা হত্যারও যথাযথ বিচার হবে। মায়ের কোল যারা খালি করেছে, সেই হত্যাকারীরা আদালত থেকে জামিন পেলেও খুনীর খাতা থেকে তাদের নাম মুছে যাবে না।
×