ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তার শাস্তি দাবি

প্রকাশিত: ০৮:৫৫, ১০ জুলাই ২০১৯

সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তার শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অফিস সহকারী নারী কর্মীকে লাঞ্ছিত করা ও তথ্য কর্মকর্তাকে স্যান্ডেল দিয়ে পেটানোর পাল্টা-পাল্টি অভিযোগের ঘটনাটি এখন সাতক্ষীরার টক অব দ্য টাউন। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী লুৎফুন্নাহার লতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং তথ্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা একজন নারী কর্মীকে তার অফিসের মধ্যে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত তথ্য কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে জেলা তথ্য কর্মকর্তা মঙ্গলবার দুপুরে স্থানীয় পত্রিকা সম্পাদক ও বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকদের কাছে পাঠানো এক মেল বার্তায় ৭ জুলাই তার অফিসে উচ্চমান সহকারীকে নিয়ে ঘটে যাওয়া বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, উর্ধতন কর্তৃপক্ষ থেকে উচ্চমান সহকারীকে বদলি করায় তিনি তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং এক পর্যায়ে তাকে পায়ের স্যান্ডেল দিয়ে আঘাত করেন। এ সময় অফিসের অন্যান্য কর্মচারী ছুটে এলে লুৎফুন্নাহার চিৎকার করে বলতে থাকেন তুই আমার গায়ে হাত দিয়েছিস। আমি তোকে দেখে নেব বলে তিনি চলে যান। ৭ জুলাই তথ্য কর্মকর্তা ও উচ্চমান সহকারীর মধ্যে অফিসের ঘটে যাওয়া ঘটনা এবং ঘটনা পরবর্তী পরস্পরবিরোধী বক্তব্য এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ঘটনা পরবর্তী সময়ে তথ্য কর্মকর্তা এই উচ্চমান সহকারীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় হুমকির অভিযোগ এনে একটি জিডি করেছেন। মানববন্ধনে নাগরিক মঞ্চের নেতৃবৃন্দের অভিযোগ, তথ্য কর্মকর্তা ডেপুটেশনে থাকা তার অফিসের উচ্চমান সহকারী লতিফুন্নাহার লতার বিরুদ্ধে তুচ্ছ অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর নোটিস দেন। পরে তাকে গত ২০ জুন বদলির ব্যবস্থা করান। এতেও তিনি সুবিধা করতে না পেরে এক পর্যায়ে লতার স্বামী শারীরিকভাবে চরম অসুস্থ থাকার কারণে কয়েকদিন তিনি সময় মতো অফিসে আসতে না পারার কারণ দেখিয়ে গত ৭ জুলাই নিজ অফিসের মধ্যে লুৎফুন্নাহার লতাকে টেনেহিঁচড়ে তার রুম থেকে বের করে দেন। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তাকে জুতোপেটা করা হয়েছে মর্মে তিনি ডিজির কাছে একটি অভিযোগ করেন। মানবন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহম মাসুম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, রঘুনাথ খাঁ, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ প্রমুখ।
×