ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছরে বাড়ছে

প্রকাশিত: ১০:০৯, ৯ জুলাই ২০১৯

  দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছরে বাড়ছে

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদে উত্থাপিত ‘আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৯’ পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে এই প্রতিবেদন জমা দেন কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু। এর আেেগ গত ২৫ জুন বহুল আলোচিত দ্রুত বিচার আইনের মেয়াদ আরেক দফা বাড়াতে সংসদে বিল উত্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান (কামাল)। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। চলতি অধিবেশনেই বিলটি পাস হওয়ার কথা রয়েছে। বিলে আইনটির মেয়াদ ৫ বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
×