ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অল্প দূরের পথ হেঁটে চলুন, স্বাস্থ্য ভাল থাকবে ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ১০:০৭, ৯ জুলাই ২০১৯

 অল্প দূরের পথ  হেঁটে চলুন, স্বাস্থ্য  ভাল থাকবে ॥  সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ভাল রাখতে সামান্য দূরত্বের পথ রিক্সায় না চড়ে হেঁটে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রিক্সাই ঢাকার যানজটের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে আগামী ১৫ জুলাই থেকে ডিএসসিসির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার চিকিৎসা প্রদানে মেডিক্যাল টিম রাস্তায় থাকবে বলেও জানান মেয়র। সোমবার রাজধানীর কাকরাইলে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে ডিএসসিসি আয়োজিত এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভায় মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন, প্রতিষ্ঠানটির গবর্নিং বডির সভাপতি আরিফুর রহমান টিটু, ডিএসসিসির ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রাজধানী ঢাকার দু’টি সড়কে রিক্সা বন্ধের প্রসঙ্গে মেয়র বলেন, রাজধানীতে যানজটের অন্যতম একটি কারণ রিক্সা। পৃথিবীর কোনও শহরে আমাদের মতো এত বেশি রিক্সা নেই। আমরা আপাতত দু’টি সড়কে রিক্সা বন্ধ করেছি। আপনাদের কাছে অনুরোধ অল্প দূরত্বের পথ হেঁটে চলুন, স্বাস্থ্য ভাল থাকবে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে ভয় নেই, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের একটু সচেতনতা আমাদের পরিবার ও শহরকে অনেক ভাল রাখতে পারে। আমরা ডিএসসিসির মেয়র, কাউন্সিলরগণ সবাই আপনাদের পাশে আছি। ডেঙ্গু বিষয়ে সচেতনতা এবং কর্পোরেশনের কর্মকান্ড এ দুয়ের সম্মিলন ঘটলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি বলেন, ডেঙ্গু আক্রমণে প্রাণঘাতী হওয়ার কিছু নাই। আমি নিজে জেনে আপনাদের আশ্বস্ত করে বলছি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এরপরও আমরা ব্যবস্থা নিচ্ছি। তাই আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী ১৫ জুলাই থেকে আমাদের ডিএসসিসির ৫৭ ওয়ার্ডে মেডিক্যাল টিম থাকবে।
×